বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি ধনকড়

রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এর জন্য বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বিধানসভায়, সূত্রের খবর এমনটাই। বিধানসবা সূত্রে এ খবরও মিলেছে, দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছেন উপরাষ্ট্রপতি। তা নিয়েই এখন জোর চর্চা চলছে বিধানসভার অন্দরে।

সূত্রের খবর, উপ রাষ্ট্রপতির সচিব সুনীল গুপ্ত বিধানসভায় এসেছিলেন। তিনি স্পিকারকে বলেন যে উপ রাষ্ট্রপতি বিধানসভায় এসে বলতে চান। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, বাজেট অধিবেশন বক্তৃতা করার সুযোগ নেই। ফলে বিশেষ অধিবেশন ডাকতে হবে। সেই কারণেই বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা। এখন দেখার শেষ পর্যন্ত কবে বিধানসভায় পা রাখেন ধনখড়।

প্রসঙ্গত, দেশের উপরাষ্ট্রপতি হওয়ার আগে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন ধনখড়। যদিও তাঁর সময়কালে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের রাস্তা ক্রমেই চওড়া হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের অন্ত ছিল না। রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্ন হোক বা শিক্ষা ব্যবস্থা, প্রতি ইস্যুতেই মত পার্থক্য দেখা গিয়েছিল রাজ্য-রাজ্যপালের মধ্যে। পরবর্তীতে ধনখড়ের জায়গায় এসেছেন সিভি আনন্দ বোস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =