বিমটেক-এর ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকদের উৎসাহ জোগালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

৬ মে ভারতের শীর্ষস্থানীয় বি-স্কুল বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি (বিআইএমটিইসিএইচ) ৩৬ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল গ্রেটার নয়ডার জেপি গ্রিনস স্পোর্টস কমপ্লেক্সে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর এই উপস্থিতিতে ঐতিহাসিক অনুষ্ঠানটি বিশেষ এক মাত্রা পায়। এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে বোর্ড অফ গভর্নরস-এর সম্মানিত চেয়ারপার্সন জয়শ্রী মোহতা এবং বিমটেক-এর ডিরেক্টর ডঃ প্রবীণা রাজীবও উপস্থিত ছিলেন।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় জানান, ‘বিমটেক-এর ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা যে মহিলা সংরক্ষণ বিলটি পাস করেছি তার জন্য আমি গর্বিত, এবং আমি আরও বেশি মহিলাকে বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে দেখছি। বিমটেকের চেয়ারপার্সন জয়শ্রী মোহতা এর একটি সত্যিকারের উদাহরণ। আমি বিমটেকের ফ্যাকাল্টি এবং ছাত্রদের সংসদের নতুন ভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সেখানেও আমাদের মতবিনিময় করার সুযোগ হবে।’ একইসঙ্গে ধনখড় এও জানান, ‘স্নাতক হওয়ার সাথে সাথে ভারতে অর্থনৈতিক জাতীয়তাবাদকে লালন করতে এবং মূল্য সংযোজনের প্রচার করতে ভুলবেন না।কারণ তাঁরাই হলেন ভবিষ্যতের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক অগ্রগতির চালিকাশক্তি। পরিবর্তনকে স্বাগত জানান। অধ্যবসায়ী হোন এবং কখনও ব্যর্থতাকে ভয় পাবেন না। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এদিনের উদ্বোধনী ভাষণে জয়শ্রী মোহতা বলেন, ‘এই সমাবর্তন শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই নয়, সমগ্র বিমটেক সম্প্রদায়ের জন্য একটি মাইলফলক। ব্যাচের আকারের সাফল্য এবং বৃদ্ধিতে আমরা অত্যন্ত গর্বিত। আজ আমরা এখানে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়ে এসেছি। যেহেতু বিমটেকের গ্র্যাজুয়েটরা পেশাদারিত্বের করিডোরগুলি নেভিগেট করার জন্য প্রস্তুত, আমি তাদের সক্ষম নেতা এবং পরিবর্তনকারী হওয়ার জন্য শুভেচ্ছা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =