১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ

প্যারিস অলিম্পিকে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিফাইনালে উঠে আগেই নজিরও গড়েছিলেন তিনি। এবার তাঁর সামনে সোনার পদকের ম্যাচ। কিন্তু বুধ-সকালে প্যারিস থেকে উড়ে এল এক ভয়ঙ্কর খারাপ খবর। জানা যাচ্ছে প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন ভিনেশ ফোগাট। অলিম্পিক থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে। কারণ, তাঁর ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হয়েছেন। এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। ফাইনালে তো তিনি নামতেই পারবেন না, এমনকী রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। সঙ্গে এও জানা যাচ্ছে, কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ফলে ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। সেই সঙ্গে হয়তো অনেক প্রশ্নেরও জন্ম দিয়ে গেলেন ভিনেশ। কীভাবে ওজন বেড়ে গেল? তবে কি নিজের ওজনের দিকে তিনি নজর দেননি? এই সব প্রশ্ন উঠবে এখন।  সূত্রের খবর, বিনেশ ফোগাট মঙ্গলবার সারারাত ঘুমোননি। মঙ্গলবার রাতে জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেন ক্রমাগত। এতো কিছু করেও কাজের কাজ কিছুই হয়নি।

নিয়ম অনুযায়ী, অলিম্পিকে কুস্তিগিরদের প্রতি ইভেন্টের আগে ওজন মাপা হয়। তাতে অল্প হলেও হেরফের হলেই ইভেন্টে নামতে পারেন না সেই অ্যাথলিট। ভারতের পক্ষ থেকে বিনেশের ওজন পুনরায় মাপার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইভেন্টের পর বিনেশের ২ কেজি ওজন বেড়েছিল বলে জানাও গিয়েছে। নিয়ম অনুযায়ী, ইভেন্টের দুই দিন অ্যাথলিটের ওজন ঠিক না থাকলে তিনি পদক পাওয়ার যোগ্য বলে গণ্য হন না। তাই বিনেশ ফোগাট প্যারিস গেমসে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =