কসবা কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। শুক্রবারের পর শনিবারও পথে নামতে দেখা যায় বঙ্গ স্যাফ্রন ব্রিগেডকে। দক্ষিণে গড়িয়াহাট থেকে উত্তরে লেক টাউনে চলে বিক্ষোভ। এদিকে দলীয় স্তরে তৈরি হয়েছে তদন্ত কমিটিও। যার রিপোর্ট যাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। এদিকে কসবার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তিনি স্পষ্ট জানান, ‘সিবিআই নয়, এই ঘটনার তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশই।’তবে তাঁর এই মন্তব্যে নড়েচড়ে বসেছেন বঙ্গের রাজনৈতিক কারবারিরা। সঙ্গে শুরু হয়েছে চাপান উতোরেরও পালা।
এদিন কসবা প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই রাজ্যের পুলিশ–প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূল অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পুলিশের খাতায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়লেও কেন সে অবাধে ঘুরে বেড়াচ্ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, সব জেনেও পুলিশ হাত গুটিয়ে বসেছিল। এরপরই কেন তিনি সিবিআই না চেয়ে পুলিশ চাইছেন সে প্রসঙ্গে বলেন, ‘এই কেসের তদন্ত পশ্চিমবঙ্গের পুলিশ করবে। আপনারা কী মনে করেন আমরা ইডিয়ট! ৫ দিনের মধ্য়ে প্রমাণ লোপাট করে দেবেন, তারপর আপনি সিবিআইকে দেবেন। আর তারপর বলবেন সিবিআই তো কিছু করতে পারেনি। করবে কোথা থেকে? প্রমাণ তো লোপাট হয়ে গিয়েছে। আর দোষটা সিবিআই নেবে! তা হবে না।’
তবে এ প্রসঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা এও জানান, ‘এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। বিজেপি কোনও স্টেটমেন্ট দেয়নি। এবং অবশ্যই পুলিশের যেটা কাজ। সেটা পুলিশ করবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘আমার সিবিআই প্রচন্ড এফেক্টিভ। কিন্তু, সিবিআইকে আপনি ৫ দিন ১০ দিন পরে কেস দেবেন সমস্ত তথ্য ট্যাম্পার করে দিয়ে! পুরো ভাঙচুর করে! আমরা তো আর বোকা নই। তাই এবারের কেস এই পুলিশকে দিয়েই তদন্ত হোক। এটা আমার মত। তবে বিজেপির মতামত আমার শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।’