কেমন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ? এই প্রসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন, ‘অরবাইটাল ফ্র্যাকচার’-এর অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার জন্য সম্প্রতি বিদেশে উড়ে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। এই মুহূর্তে আমেরিকার বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাঁর। সেই ছবি শেয়ার করেছেন অভিষেক নিজেই। গত ১২ অক্টোবর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এই হাসপাতালে অপারেশন হয় অভিষেকের বাঁ চোখে৷ নিউইয়র্ক শহর থেকে চার ঘণ্টা দূরে বাল্টিমোর শহরে জনস হপকিন্স হাসপাতালে অপারেশনের পর ২০২২ সালের ১৯ অক্টোবর অভিষেকের চোখ পরীক্ষা করেন চিকিৎসকদের অন্যতম আই সার্জন ডেভিড গাইটন। সূত্রের খবর, সেই সময় অপরেশনের পরে অভিষেকের চোখের যত্ন নেওয়া, চশমা পরার পাশাপাশি সাবধানে থাকতে বলেছিলেন চিকিৎসকরা। অভিষেকও যথার্থভাবে তা পালন করেছেন। উল্লেখ্য, এ বারও তাঁর চোখের পরিস্থিতি দেখছেন সেই বিখ্যাত চিকিৎসক।