বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ট্র্যাডিশন মেনেই সোমবারের ২১–এর শহিদ মঞ্চ হয়ে উঠল শাসকদলের ভোটবার্তার মঞ্চ। কারণ, ২০২৬-এর বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি মাত্র। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা ৩০ এর নীচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘২০২৬–এর বিধানসভা ভোটে বিজেপিকে ২৬–এ নামিয়ে আনব। আজকের সভা থেকেই এই শপথ হোক। কারণ বিজেপি বাংলা–বিরোধী শক্তি। ওরা বাংলাকে পিছিয়ে দিতে চায়।’ শুধু তাই নয়, এদিনের সভা থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস অত্যন্ত প্রত্যয়ের সঙ্গেই জানান, আগামী নির্বাচনেও বিপুল ভাবে জযী হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।যা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
শহিদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ধর্মতলায় উপচে পড়া ভিড়। সেখান থেকে নতুন এক রাজনৈতিক অঙ্গীকারে আবদ্ধ হলেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী।
মঞ্চে উঠে ললিতেশ প্রতিশ্রুতি দেন, ‘আমি তাড়াতাড়ি বাংলা শিখে নেব। বাংলায় বলতে চাই। তৃণমূল আমাকে লোকসভা ভোটে লড়ার সুযোগ দিয়েছে। এ বার হয়নি, কিন্তু আমি লড়াই ছাড়িনি। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের প্রথম সাংসদ হয়ে দেখাব।’
সভায় ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও। তিনি বলেন, ‘অসমের ভূমি ও সংস্কৃতির কথা যেভাবে সুস্মিতা দেব তুলে ধরেছেন, মেঘালয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য।’