শীত কার্যত উধাও কলকাতা থেকে

সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। রাজ্যে আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া। সকালে হালকা মাঝারি কুয়াশা। কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । এদিকে কলকাতাতেও সকালে দেখা যাবে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন এরকম আবহাওয়াই থাকবে। সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, , এখনই শীত ফেরার আশা কম। অন্তত আগামী ১০ দিন তো শীত ফেরার সম্ভাবনাই নেই। কলকাতার তাপমাত্রা আপাতত ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসেই ঘোরাফেরা করবে। জেলার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই।

উত্তর-পশ্চিম ভারতে কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কম। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে অতি ঘন কুয়াশার সতর্কতা। উত্তরপ্রদেশেও বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা দিল্লিতে পারদ ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এদিকে বৃহস্পতিবার নাগাদ ফের হালকা তুষারপাতের সম্ভাবনা সিকিমে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =