শুক্রবারের বৈঠকের পর ২৪ ঘণ্টা না পের হতেই মমতাকে আক্রমণ অধীরের

পটনায় বিরোধীদের মহাবৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট বার্তা দেন, ‘লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস এবং বামেরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে।‘ একইসঙ্গে তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পেরেছেন, দেশের রাজনীতি কোথায় যাচ্ছে। তাই রাহুল গান্ধিকে ম্যানেজ করতে তিনি পটনা গিয়েছিলেন।‘ এরই পাশাপাশি অধীর এও জানান, ‘মমতা চোর, মমতা অপরাধী। তাঁর কাছে ধর্মের বাণী আমরা শুনতে চাই না। মমতা এখন ভার্চুয়াল মুখ্যমন্ত্রী। অ্যাকচুয়াল মুখ্যমন্ত্রী খোকাবাবু। তাই মমতার কথার কোনও গুরুত্ব নেই আমাদের কাছে। বাংলার আসল মুখ্যমন্ত্রী কে, তার ফয়সালা আগে হোক।’ এরপরই তৃণমূলকে কটাক্ষ করে অধীরের মন্তব্য, ‘এতদিন কংগ্রেসকে পচা ডোবার মতো লাগছিল মমতার। এখন রাহুল গান্ধি কেমন আছেন, জেনে কী হবে। দেশের রাজনীতির হাল যেদিকে যাচ্ছে, প্রবণতা যা, তাতে বোঝা যাচ্ছে, আগামীদিন কংগ্রেসের। তাই এখন থেকে তিনি কংগ্রেসকে ম্যানেজ করতে উঠেপড়ে লেগেছেন।‘

এরই রেশ টেনে অধীর এও মনে করিয়ে দেন, ‘বিজেপিকে হারাতে কংগ্রেস লড়াই করছে। ‘ভারত জোড়ো’ যাত্রা করে রাহুল গান্ধি বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস কী করতে পারে। তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্নাটক, হিমাচলপ্রদেশে জয়ী হয়েছে। রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস ফের জিতবে। মধ্যপ্রদেশেও জিতবে। লড়ব আমরা।‘

প্রসঙ্গত, শুক্রবার পটনায় বিরোধীদের মহাবৈঠক চলাকালীনই অধীর বলেছিলেন, ‘জাতীয় স্তরে যাই হোক না কেন, বাংলায় কংগ্রেস কখনও মমতার জো-হুজুরি করে চলবে না। দিল্লির নেতারা আমাদের সেটা করতেও বলেননি।‘

এদিকে পটনা বৈঠকে ঠিক হয় যে, আগামী লোকসভা ভোটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা এক হয়ে লড়াই করবে। নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে কীভাবে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলা যায়, তার রূপরেখা ঠিক করতে ১০ কিংবা ১২ জুলাই ফের মহাবৈঠক হবে শিমলায়। শুক্রবারের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান, ‘আমাদের মধ্যে নানা মতপার্থক্য আছে। তা সত্ত্বেও আমরা নরম মনোভাব দেখিয়ে এককাট্টা হতে চাই।’ এদিকে মমতার বার্তা ছিল, ‘এবার বিজেপির তানাশাহী রুখতে না পারলে আগামীদিনে দেশে আর নির্বাচনই হবে না। তিনিও বলেন, বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =