ভারতের দ্রুততম বর্ধনশীল 3D প্রিন্টিং কোম্পানি WOL3D ইন্ডিয়া লিমিটেড এবার পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে কলকাতায় নতুন শাখা অফিস চালু করেছে। NSE Emerge-এ তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান জানায়, নতুন কেন্দ্রটি শুধু একটি অফিস নয়, বরং উদ্ভাবন ও সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে।
প্রযুক্তি ও ব্যবসার কেন্দ্রে নতুন শাখা
নতুন অফিসটি বিধাননগরের সেক্টর ফাইভে মার্লিন ইনফাইনাইট ভবনে অবস্থিত। কোম্পানির দাবি, পূর্ব ভারতের ক্রিয়েটর, উদ্যোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে 3D প্রিন্টিংকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ আকর্ষণ
অপারেশন ও সাপোর্ট হাব: পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য দ্রুত পরিষেবা ও টেকনিকাল সহায়তা।
এক্সপিরিয়েন্স সেন্টার: ২৫টিরও বেশি লাইভ 3D প্রিন্টার, রিয়েল-টাইম ডেমো ও হ্যান্ডস-অন সেশন।
প্রশিক্ষণ কেন্দ্র: শিক্ষার্থী, ডিজাইনার, ইঞ্জিনিয়ার ও স্টার্ট-আপদের জন্য CAD ও ডিজাইন-টু-প্রিন্ট ওয়ার্কফ্লো।
শিল্প সমাধান: প্রোটোটাইপিং, ছোট ব্যাচে উৎপাদন ও কাস্টমাইজড ওয়ার্কফ্লো।
উদ্ভাবন কেন্দ্র: বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্ট-আপের সঙ্গে যৌথ উদ্যোগ।
কমিউনিটি ইভেন্ট: ক্রিয়েটর মিট, ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ ও সচেতনতা সেশন।
এই প্রসঙ্গে WOL3D ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর রাহুল চন্ডালিয়া বলেন, “পূর্ব ভারতের ক্রিয়েটর ও ব্যবসার জন্য 3D প্রিন্টিংকে নাগালের মধ্যে আনার পথে কলকাতায় সম্প্রসারণ একটি বড় পদক্ষেপ। এটি শুধু একটি অফিস নয়, বরং একটি উদ্ভাবন কেন্দ্র যা শেখা, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করবে।”
উদ্বোধনী অনুষ্ঠান
নতুন অফিসটি ১, ২ ও ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সংস্থার তরফ থেকে কোম্পানি পার্টনার, ক্রেতা, শিক্ষার্থী এবং বৃহত্তর সমাজকে এই রূপান্তরমূলক যাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

