জাত নয়, ভাতের লড়াই চাই, ব্রিগেডে আওয়াজ তুললেন প্রত্যন্ত গ্রামের মহিলারা

শ্রেণির পরিচয় নিয়ে জনতার জোট দেখল ব্রিগেড। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে এসেছেন আশাকর্মীরা। দীর্ঘ লড়াই আন্দোলন তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে। লড়াই ন্যায্য ভাতার দাবিতে। ব্লক স্তর থেকে এই স্বাস্থ্যকর্মী মহিলাদের কলকাতার ব্রিগেডে টেনে এনেছে জীবন জীবিকার দাবি।
সমাবেশ বেলা তিনটেয় শুরু হলেও বেলা ১২টা থেকে ব্রিগেডের মাঠে ছড়িয়ে পড়ে এক প্রতিরোধের উত্তাপ। আর এই উত্তাপ ছড়ায় আশাকর্মীদের হাত ধরেও। এদিন ব্রিগেডে
বর্ধমান থেকে আসা মহিলারা স্পষ্ট বাষায় বার্তা দেন, ‘জাত নয়, ভাতের লড়াই চাই।’ বলেছেন, বামফ্রন্ট সরকারের সময় যেভাবে স্কুল চলত, যেভাবে মাস্টারমশাই দিদিমণিদের কাজ হতো, সেখানে পৌঁছাতে হবে ফের। শুধু তাই নয়, তাঁদের মুখে এও শোনা গেল, আমাদের লড়াই স্মার্ট মিটারের বিপক্ষে। ওই মিটার বসলে সর্বনাশ।
বর্ধমানের পাশাপাশিবাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে আসা এক স্কুল শিক্ষা জানান, গ্রামের হাসপাতালের কথা। সঙ্গে এও জানাতে ভোলেননি মোদি-দিদির ধর্ম নিয়ে রাজনীতির বিপক্ষে। পাশাপাশি এও জানান, এসএসসি পরীক্ষা নেই। হয় না। যা হয়েছে তার অবস্থা সবাই দেখছি আমরা।
এরই পাশাপাশি এঁদের দাবি,সংশোধিত ওয়াকফ আইন বাতিল করতে হবে। বহু পুরনো এই ব্যবস্থা। দুর্নীতি থাকলে ব্যবস্থা নিক দেশের সরকার। তার বদলে আইন করেছে বিভাজনে উস্কানি দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =