বাড়ি বা ফ্ল্যাট কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। এছাড়া স্কিল ডেভলপমেন্টে বিপুল টাকা বরাদ্দের কথা শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে। আর এই ঘোষণার পরই এটা স্পষ্ট আগামীদিনে দেশের নারীশক্তির উন্নয়নে যে নিঃসন্দেহে বড় ভূমিকা নিতে চলেছে।
মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, ‘মহিলারা বাড়ি বা ফ্ল্যাটের মতো সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটিতে পাবেন বড় অংকের ছাড়।’ এছাড়া মহিলাদের স্কিল ডেভলপমেন্টে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি।
উল্লেখ্য, এদিনের বাজেট বক্তৃতায় চাকরিরতা তরুণীদের জন্য প্রচুর সংখ্যায় হস্টেল তৈরির কথাও বলেন নির্মলা সীতারামণ। তাঁর কথায়, ‘আমরা চাই মহিলারা আরও বেশি করে কাজের দুনিয়ায় পা রাখুক। তার জন্যেই জায়গায় জায়গায় হস্টেল তৈরি করা হবে।’
কাজ পাওয়ার ক্ষেত্রে মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকে বাজেটে নজরে দেওয়া হয়েছে। তার জন্য দেশজুড়ে নারী প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরাই স্বনির্ভর গোষ্ঠীতে বেশি করে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০২৫ অর্থ বর্ষের মধ্যে নারী কল্যাণ খাতে বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্র। এ দিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামণ বলেন, ‘এই সময় সীমার মধ্যে নারী কল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ২১৮.৮০ শতাংশ। এতেই বোঝা যাচ্ছে নারী শক্তি ধীরে ধীরে আরও উন্নতির দিকে এগোচ্ছে।’
পাশাপাশি, পিএম বিশ্বকর্মা যোজনা-সহ একাধিক স্কিল ডেভলপমেন্ট প্রকল্পে বরাদ্দের পরিমাণ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ‘আমাদের সরকার সর্বস্তরের মানুষ বিশেষত কৃষক, করিগর, মহিলা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সার্বিক উন্নয়নের প্রতি দায়বদ্ধ। স্বনিযুক্তি গ্রুপ, তফশিলি জাতি বা তফশিলি উপজাতি, মহিলা উদ্যোগপতি এমনকি যাঁরা স্ট্রিট ফুড বিক্রি করেন, তাঁদের জন্যেও বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছে।’