এসএসকেএমে তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

এসএসকেএম হাসপাতালে তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু। আর এই ঘটনায় উত্তপ্ত এসএসকেএম। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। সঙ্গে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, শনিবার হাসনাবাদের যুবক দেব ঘোষ বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রতিদিনের মতো তিনি এদিনও লেক মার্কেটের পাশে একটি মাঠে প্র্যাকটিস করতে আসেন। পরিবারের দাবি, শনিবার সায়েন্স সিটিতে তিনি যখন পৌঁছন, তখন তাঁর বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। রাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়।

পরিবারের অভিযোগ, মিসিং ডায়েরি করার পরও পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেনি। সকালে পরিবার জানতে পারে, তাঁদের ছেলের দুর্ঘটনা হয়েছে। তাঁরা সেই ফোন মোতাবেক যোগাযোগ করে ছেলেকে উদ্ধার করেন। তাঁকে হাসপাতালে এনে ভর্তি করান। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই ফেলে রাখা হয় তাঁদের ছেলেকে। হাসপাতালেও তৎপরতার সঙ্গে চিকিৎসা করেনি বলে অভিযোগ। এরপর ওই যুবকের মৃত্যু হয়।

এরই পাশাপাশি পরিবারের তরফ থেকে এও জানানো হয়, দেবের মৃত্যুর পর পরিবারকে না জানিয়েই দেহ মর্গে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখনই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুর সঠিক কারণ কেন তাঁদের জানানো হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =