প্রতারণার মামলায় ফের শিয়ালদহ আদালতে হাজিরা জারিনের

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে টাকা নিয়ে, শেষ পর্যন্ত অনুষ্ঠানে না আসার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী জ়ারিন খানের বিরুদ্ধে। ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও, জ়ারিন অনুষ্ঠানে আসেননি বলে অভিযোগ জানিয়েছিল এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। এই ঘটনায় নারকেলডাঙা থানায় অভিযোগ জানানো হয় ওই ইবেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। এরপর ওই মামলা ওঠে শিয়ালদহ আদালতে। এই প্রতারণার মামলায় বারবার কলকাতায় পা রাখতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। এর আগে গত ১১ ডিসেম্বর সশরীরে আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। এদিন আবার আদালতে হাজিরা দিতে এলেন বলিউড অভিনেত্রী। এখানে বলে রাখা শ্রেয়, নয়। ২০১৮ সালের কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মোট ৬টি কালীপুজোর উদ্বোধনে আসার কথা ছিল বলিউডের এই অভিনেত্রীর। সেই মতো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে জারিনকে অগ্রিম ১২ লাখ টাকাও দেওয়া হয়েছিল বলে দাবি। কিন্তু সেই টাকা নেওয়ার পরও জারিন অনুষ্ঠানে আসেননি বলে অভিযোগ।

উল্লেখ্য, এই মামলায় বেশ কয়েকদিন আগেই চার্জশিট জমা দেওয়াও হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এর পাশাপাশি অভিনেত্রী জারিন খানকে একাধিকবার তলবও করা হয়। তবে সে ডাকে সাড়া দেননি জারিন। ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, জ়ারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। শেষ পর্যন্ত গত ১১ ডিসেম্বর সশরীরে আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেত্রীর জামিন মঞ্জুর করে আদালত। তবে শর্ত দেওয়া হয়, দেশের বাইরে যেতে হলে আদালতের থেকে আগাম অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, এদিনের শুনানিতেও সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো মঙ্গলবার শিয়ালদা আদালতে হাজিরা দিতে আসেন জ়ারিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

preload imagepreload image