পশ্চিমবঙ্গ সরকারকে সরকারি চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত আসন সংখ্যা বাড়াতে বলল কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। রাজ্য সরকারকে ওবিসি শ্রেণিভুক্তদের জন্য সংরক্ষণ বাড়াতে সুপারিশ কমিশনের।
উল্লেখ্য, সম্প্রতি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন (NCBC) এই মর্মে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারকে। পঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তপশিলি জাতি, তপশিলি উপজাতির ও তদুপরি সমাজের পিছিয়ে পড়া শ্রেণিভুক্তদের জন্য সংরক্ষণ ৫০ শতাংশের ঊর্ধ্বসীমার নীচে রয়েছে। সেই সংরক্ষণ এবার বাড়ানোর সুপারিশ কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের।
জানা গিয়েছে, এরাজ্যে তপশিলি জাতি-উপজাতি, পিছিয়ে পড়া শ্রেণিদের চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের জন্য ৪৫ শতাংশ আসন রয়েছে। পঞ্জাবের ক্ষেত্রে এই সংরক্ষণ আরও কম। তাই দুই রাজ্যকেই এই সংরক্ষণ আরও বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় এই কমিশন। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষণ ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।