সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাম্পির গ্রেফতারি নিয়ে রাজ্য সরকার ও পুলিশকে ভর্ৎসনা করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি আরও বলেছেন, মাম্পির বিরুদ্ধে ১৯৫ এ ধারায় দায়ের হওয়া অভিযোগ স্থগিত থাকবে। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। মাম্পির গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
এই ঘটনার পিছনে কার ছক রয়েছে, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। বলেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ফলে ফের হাইকোর্টে রাজ্য সরকারের মুখ পুড়ল।