‘কেন্দ্রীয় বাহিনীকে ‘মিসগাইড’ করা হয়েছে। সেই কারণে শুধু কোচবিহার নয়, গোটা রাজ্যে অশান্তি ছড়িয়েছে। বাংলার গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত।‘ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এমনটাই জানান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন ভেটাগুড়ি হাইস্কুলে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নিশীথ প্রামাণিক ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। তাঁকে বুথে কেন্দ্রীয় গার্ড নিয়ে ঢুকতে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াই ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন।
শনিবার সকাল থেকেই কোচবিহার জেলা জুড়ে অশান্তির চিত্র লক্ষ্য করা যায়। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এদিকে কোচবিহারের খাটামারির থেকে খবর আসে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার। দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ হয়। দিনহাটার ভাংনি পার্ট ওয়ান গ্রামে গুলিতে মৃত্যু হয় চিরঞ্জীব কার্যী নামে যুবকের। এদিন সকালে ভোট দিতে এসেছিল সেসময় গুলি চালানো হয়।
তবে এদিনের একের পর এক অরাজগতার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘সেন্ট্রাল ফোর্সকে শুধু পেট্রলিং পার্টি বানিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালানো হয়েছে। বাংলায় গণতন্ত্র সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের এজেন্ট নির্বাচন কমিশন বাংলার মানুষের যতটুকু অধিকার ছিল, সেটাও কেড়ে নিয়েছে।’
এদিন, মাথাভাঙ্গা ১ ব্লকের বেলতাপারা ২১২ নং বুথে তৃণমূল কর্মীকে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হন। অন্যদিকে, দিনহাটা ভাগ্নি পার্ট-১ এলাকায় গুলিবিদ্ধ হল দুই বিজেপি কর্মী। এদের মধ্যে একজন হলেন রাধিকা বর্মণস অপরজন চিরঞ্জিত কাজী। অভিযোগ, ভোট চলাচলকালীন তৃণমূলবাহিনী এই গুলি চালালে দুজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস জানান, ‘নাজিরহাট,ভাগ্নি পার্ট-১ সহ বিভিন্ন এলাকায় তাদের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন।’ দুজনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিরঞ্জিতের মৃত্যু হয়।
শনিবার সকালেই তুফানগঞ্জ এলাকার ২নম্বর ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর ৯/১৪৪ নং বুথে অশান্তির সৃষ্টি হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের নাম হল সুকদেব বর্মন ও চুটুম অধিকারী। আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।