ছাপ্পা ভোট ঠেকাতে জয়নগরে আহত পোলিং অফিসার

শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বুথের মধ্যেই তৃণমূল ও নির্দল সমর্থকদের সংঘর্ষ আহত হন পোলিং অফিসার। পোলিং অফিসার আক্রান্ত হওয়ার পাশাপাশি ভাঙচুর চলে বুথেও। আহত পোলিং অফিসারকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই বিষয়ে আক্রান্ত পোলিং অফিসার অমর্ত্য সেন জানান, ‘সকালে ভোট চালু হয়। বুঝতেই পারছিলাম বুথের বাইরে অশান্তি হচ্ছে। তখন থেকেই সেক্টরকে ফোন করতে থাকি। ওরা বলে, চালিয়ে নিন। আমার সঙ্গে সেক্টরের একপ্রকার ঝগড়া শুরু হয়। এরপর হঠাৎই দেখলাম সবাই হইহই করে বুথে ঢুকে পড়ল। ১০-১৫ জন বুথে ভাঙচুর শুরু করল। ছাপ্পা ভোট দিতে শুরু করল। কিন্তু তারা কারা আমি জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =