২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে বিপর্যস্ত হয়েছিল ভারত। সঞ্জয় মঞ্জরেকরের ধারণা, একই ভুল আর করবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি। টপ অর্ডারের ব্যাটারদের মন্থর ব্যাটিংয়ের জন্য মাত্র ১৬৮ রান করেছিল ভারত। এদিকে গত দু’বছরে বিরাট এবং রোহিত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অনেক উন্নতি করেছে। সুতরাং আগের ভুলের পুনরাবৃত্তির সম্ভাবনা নেই। এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর এও বলেন, ‘দু’বছর আগে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে মাত্র ১৬৮ রান তোলে। তারমধ্যে প্রথম ১০ ওভারে ৬২ রান। এই সময়টা সবচেয়ে বেশি বল খেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২৮ বলে ২৭ করে রোহিত। স্ট্রাইক রেট ৯৬। ৪০ বলে ৫০ রান করে বিরাট। স্ট্রাইক রেট ১২৫। তারপর ১৮তম ওভারে আউট হয় কোহলি। এই জায়গাতেই ভারত বিশ্বকাপ হেরে যায়। ৩৩ বলে হার্দিক ৬৩ রান না করলে, লড়াই করার জায়গায়ও পৌঁছতে পারত না ভারত। যদিও কোনও উইকেট না হারিয়ে ১৬ ওভারের মধ্যে জয় তুলে নেয় ইংল্যান্ড।’ গতবছর ৫০ ওভারের বিশ্বকাপে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান রোহিত। এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। ভারতের এই প্রাক্তনীর আশা, কোনওভাবেই আগের বিশ্বকাপের ভুল করবে না দুই তারকা ক্রিকেটার। মঞ্জরেকর বলেন, ‘আমি নিশ্চিত যে আগের সেমিফাইনালের ভুল আর করবে না রোহিত, বিরাট। কোহলি দু’বছর আগে টি-২০ প্লেয়ার হিসেবে যা ছিল, এখন আর সেটা নেই। সমালোচনা ওকে উন্নতি করতে সাহায্য করেছে। সেটা ও নিজেও জানে।’ বড় মঞ্চের নক আউট পর্বে দ্রুত রান তোলার থেকেও শেষপর্যন্ত টিকে থাকার চেষ্টায় মন্থর ব্যাটিং করেও ফেলেন বিরাট। তবে ভারতের প্রাক্তনীর দাবি, সেই ভয় আর এবার নেই।