ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে রেলের তিন জন কর্মচারীকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা সিবিআই। আপাতত সূত্রে যা খবর, তাতে শুক্রবার অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার নামের ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সিবিআই সূত্রে খবর, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কারণ সূত্র মারফত এও জানা গিয়েছে, তিন রেল আধিকারিকই জানতেন যে, তাঁদের কার্যকলাপে বহু ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে যে দুর্ঘটনার মুখে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি তাতে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে রেলের তরফেও জানানো হয়, এ ক্ষেত্রে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরই রেলমন্ত্রী নিজে সিবিআই তদন্তের সুপারিশ করেন। বিশেষজ্ঞদের ধারণা, কোনও ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া শুধু প্রযুক্তিগত ত্রুটিতে এত বড় দুর্ঘটনা সম্ভব নয়।