৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হল বিভিন্ন জেলায়

গত ২৩ জুন রাজ্যে পৌঁছে গিয়েছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এর আগেই কমিশনের আবেদনে সাড়া দিয়ে রাজ্যে ২২ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল কেন্দ্র। অর্থাৎ সব মিলিয়ে এখন কমিশনের হাতে রয়েছে মোট ৩৩৭ কোম্পানি বাহিনী। কিন্তু, ঠিক কোথায় কোথায় মোতায়েন করা হবে এই বাহিনী, এতদিন পর্যন্ত বিষয়টি পরিকল্পনার স্তরেই ছিল। তবে বুধবার এ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। এরপর জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয় সেই তালিকা। তাতে দেখা যাচ্ছে, রাজ্যের ২২টি জেলার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ। এখানে মোট ২৭ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়। এরপরেই বাঁকুড়া। এই জেলায় মোতায়েন হয়েছে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারপরে উত্তর ২৪ পরগনা৷ এখানে মোতায়েন ২৩ কোম্পানি বাহিনী। এছাড়াও, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়াতেও দেওয়া হচ্ছে ভাল রকমের নিরাপত্তা।

নির্বাচন কমিশনের তালিকা অনুসারে,

 

আলিপুরদুয়ার- মোট ৭ কোম্পানি

এসএসবি-৬ , আইটিবিপি-১

বাঁকুড়া- মোট ২৫ কোম্পানি

সিআরপিএফ-১১, সিআইএসএফ-৪ ও এসএপি- ১০

 

বীরভূম- মোট ২০ কোম্পানি

সিআরপিএফ-৮, আইটিবিপি- ১১ ও আরপিএফ-১

 

কোচবিহার- মোটা কোম্পানি ১৫

বিএসএফ-১০, আইটিবিপি-১ ও আরপিএফ ৪

 

দক্ষিণ দিনাজপুর- মোট কোম্পানি ৭

বিএসএফ -৭

 

দার্জিলিং- মোট কোম্পানি ৬

বিএসএফ -১ এসএপি- ৬

 

হুগলি- মোট কোম্পানি ১৩

সিআরপিএফ- ২, এসএসবি-১ ও এসএপি- ১০

 

হাওড়া- মোট ১১ কোম্পানি

বিএসএফ ১ ও এসএপি- ১০

 

জলপাইগুড়ি- মোট ১১

বিএসএফ-৩, এসএসবি-২, আইটিবিপি-৫ ও আরপিএফ- ১

 

ঝাড়গ্রাম- মোটা ১১ কোম্পানি

সিআরপিএফ- ৬, বিএসএফ-১১

 

কালিম্পং- মোট ৫ কোম্পানি

আইটিবিপি-১, এসএসবি-৪

 

মালদা- মোট ১৮ কোম্পানি

সিআরপিএফ- ৪, বিএসএফ- ৭, সিআইএসএফ-২, এসএসবি-৫

 

মুর্শিদাবাদ- মোট ২৭কোম্পানি

সিআরপিএফ-৩, বিএসএফ-১২, সিআইএসএফ-২, এসএসবি-১, আইটিবিপি- ২, আরপিএফ- ৭

 

নদিয়া- মোট ১৯ কোম্পানি

সিআরপিএফ-৬, বিএসএফ-৭, সিআইএসএফ-২, এসএসবি-২, আইটিবিপি-২

 

উত্তর ২৪ পরগনা- মোট ২৩ কোম্পানি

সিআরপিএফ- ৩, বিএসএফ-১, সিআইএসএফ-৯ ও এসএপি- ১০

 

পশ্চিম বর্ধমান- মোট ৯ কোম্পানি

এসএসবি-১, আরপিএফ-৩, এসএপি-৫

 

পশ্চিম মেদিনীপুর- মোট ২০ কোম্পানি

সিআরপিএফ- ১, আরপিএফ-৪

এসএপি- ১৫

 

পূর্ব বর্ধমান- মোট ২১ কোম্পানি

এসএসবি-১, এসএপি-২০

 

পূর্ব মেদিনীপুর- মোট কোম্পানি ১৯

সিআরপিএফ- ৪, এসএপি- ১৫

 

পুরুলিয়া- মোট ২১ কোম্পানি

সিআরপিএফ- ৩, সিআইএসএফ-৬,

এসএসবি-৬, আইটিবিপি-১ ও এসএপি-৫

 

দক্ষিণ ২৪ পরগনা- মোট ১৯ কোম্পানি

সিআরপিএফ- ৫, বিএসএফ-৪, এসএপি- ১০

 

উত্তর দিনাজপুর- মোট ফোর্স ১০

বিএসএফ ১০

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =