টাকা দিয়ে চাকরি পাওয়ার ঘটনায় ধৃত ৪ শিক্ষক

এই প্রথম টাকা দিয়ে চাকরি পাওয়ার ঘটনায় গ্রেফতার হলেন চার শিক্ষক। ধৃত চার শিক্ষকের নাম সাইগার হুসেন, সমীর হুসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। সোমবার তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিবিআই-এর চার্জশিটে সাক্ষী হিসেবে এই শিক্ষকদের নাম ছিল। আদালত সূত্রে খবর, এঁরা সকলেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। এরপরই মুর্শিদাবাদের এই চার শিক্ষককে ৩১৯ ধারায় আদালতে তলব করা হয়। এদিকে এই চার জনকে সিবিআই সাক্ষী করেছিল। সেই কারণেই চারজন সোমবার আলিপুর আদালতে হাজিরা দেন। এরপরই তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। শুধু তাই নয়, যাঁরা টাকা দিয়ে চাকরি পেলেন, তাঁদের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশও করতে দেখা যায় বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে। বিচারক প্রশ্ন তোলেন, কেন এই শিক্ষকদের জামিন দেওয়া হবে। এই শিক্ষকদের জন্য বহু মানুষ আজ কষ্ট পাচ্ছেন বলেও মন্তব্য করেন বিচারক। মামলার শুনানি শেষে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত।

এই চার শিক্ষকে বিরুদ্ধে অভিযোগ, তাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে এবার এই টাকা দেওয়ার অভিযোগে চার শিক্ষককে জেলেও যেতে হল। আগে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকরি যাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বন্ধ হওয়ার নির্দেশও মিলেছে। তবে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের জেলে যাওয়ার ঘটনা এই প্রথম। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে জেলে। এবার সেই তালিকায় নাম উঠল চার শিক্ষকেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + two =