মুখ্য সচিবের মেয়াদ শেষ ৩০ জুন, পরবর্তী মুখ্যসচিব কে!

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নবান্ন সূত্রে খবর, অবসর নেয়ার পর হরিকৃষ্ণ দ্বিবেদীর রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে এই পদে ছিলেন রাজীব সিনহা। যিনি বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন। এদিকে প্রশ্ন উঠেছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর পর কে হবেন রাজ্যের মুখ্যসচিব তা নিয়ে। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হতে পারেন বর্তমানে  স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা।  অন্যদিকে স্বরাষ্ট্রসচিব পদে দৌড়ে রয়েছেন অর্থসচিব মনোজ কুমার পন্থ ও বিবেক কুমার। বিবেক বাবু বনদপ্তরের সচিব পদে রয়েছেন।

প্রসঙ্গত, হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের আইএএস ব্যাচ। ১ লা জুন ২০২১ সালে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। হরিকৃষ্ণ ত্রিবেদী মুখ্যসচিব হওয়ার পরে প্রথম ও প্রধান কাজ হয়ে উঠেছিল রাজ্যের মানুষকে করণমুক্ত করা। এছাড়া ঘূর্ণিঝড় যশ পরবর্তী পরিস্থিতিতে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। একইসঙ্গে লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত করাও তাঁর উপর দায়িত্বভার দিয়েছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =