কেকেআরের জেতার সেলিব্রেশনের রেশ কাটিয়ে নিউইয়র্কে পাড়ি দিয়েছেন রিঙ্কু সিং। আইপিএল অতীত, সামনে বিশ্বকাপ। ১৫ জনের দলে সুযোগ না পেলেও রিজার্ভে আছেন কেকেআরের ফিনিশার। তবে বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে একটা আক্ষেপ রয়ে গিয়েছে। আইপিএলের পর প্রথমবার তা নিয়েই মুখ খুলতে দেখা গেল এবার রিঙ্কু সিংকে। জানান, দলের কম্বিনেশনের কথা মাথায় রেখেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর কথা হয়েছে।
তবে এর পাশাপাশি রিঙ্কু এও জানান, ‘ভাল খেলার পরও সুযোগ না পেলে সবারই খারাপ লাগে। তবে এবার দলের কম্বিনেশনের জন্য আমাকে নেওয়া হয়নি। আমার হাতে যা নেই, সেই নিয়ে ভেবে বিশেষ লাভ নেই। শুরুতে আমি খুবই হতাশ হয়েছিলাম। তবে যা হয়েছে ঠিকই আছে। যা হয় ভালর জন্যই হয়। রোহিত ভাই বিশেষ কিছু বলেনি। শুধু বলেছে, পরিশ্রম করে যাও। আবার দু’বছর পর আরেকটা বিশ্বকাপ হবে। তাই বেশি ভাবার দরকার নেই। আমাকে শুধু এটাই বলেছে।’ সাত বছর কেকেআরে থাকার পর শেষপর্যন্ত ট্রফি ছুঁতে পেরেছেন রিঙ্কু। এবার মিশন বিশ্বকাপ। মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন। দলের সঙ্গেই প্র্যাকটিস করবেন। কেউ চোট পেলে কপাল খুলতে পারে রিঙ্কুর।