প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উপরে সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে বলে খবর রটে সোমবার সকালে। এদিকে প্রধানমন্ত্রীর বাস ভবন চত্বর নো ফ্লাইং জোন হিসেবে চিহ্নিত। এমন ঘটনা জানতে পেরে ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।
সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে ড্রোন ওড়ার খবর আসে দিল্লি পুলিশের কাছে। প্রধানমন্ত্রীর বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র পক্ষ থেকেই দিল্লি পুলিশকে ড্রোন ওড়ার খবর দেওয়া হয়। খবর পেয়েই নরেন্দ্র মোদির বাসভবনে যায় দিল্লি পুলিশ।
এরপর দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর বাস ভবনের উপরে নো ফ্লাইং জোনে একটি ড্রোন ওড়ার খবর পাই আমরা। এসপিজি ভোর সাড়ে পাঁচটার সময় এই খবর দেয়। তদন্ত চলছে।’ পুলিশের পক্ষ থেকে পরে এও জানানো হয়, খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীর বাস ভবনের আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু ড্রোন জাতীয় কিছু পাওয়া যায়নি। দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয় কিন্তু তারাও প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি চত্বরে কোনও উড়ন্ত বস্তু চিহ্নিত করতে পারেনি।