দাম কমল জ্বালানি তেলের,সামান্য স্বস্তিতে আমজনতা

বুধবার, ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম ঘোষণার পর স্বস্তিতে আমজনতা। এদিন দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে। বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম কম হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজ্যগুলিতে জ্বালানির উপর নেওয়া করের হার আলাদা হয় থাকে। যার ফলে বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দামেও পার্থক্য দেখা যায়।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর মতো রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপনন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির উপর নির্ভর করে প্রতিদিন পেট্রল এবং ডিজেলের দাম ঘোষণা করে।

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম-

  1. কলকাতা – পেট্রল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা।
  2. দিল্লি- পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।
  3. মুম্বই -পেট্রল ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা।
  4. চেন্নাই – পেট্রল ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা।
  5. বেঙ্গালুরু- পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
  6. লখনউ- পেট্রল ৯৬.৪৩ টাকা এবং ডিজেল ৮৯.৬৩ টাকা।
  7. জয়পুর- পেট্রল ১০৮.৪৩ টাকা ও ডিজেল ৯৩.৬৭ টাকা।
  8. গুরুগ্রাম -পেট্রল ৯৭.১৮ টাকা ও ডিজেল ৯০.০৫ টাকা।
  9. চণ্ডীগড়- পেট্রল ৯৬.২০ টাকা ও ডিজেলর দাম ৮৪.২৬ টাকা।
  10. নয়ডা -পেট্রল ৯৬.৯২ টাকা ও ডিজেলর দাম ৯০.০৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =