বাংলার মেয়ের হাত ধরে বিশ্বমঞ্চে উজ্জ্বল হল ভারতের নাম

বাংলার মেয়ের হাত ধরে ফের একবার দেশের নাম উজ্জ্বল হল গোটা বিশ্বের মঞ্চে। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা প্রশংসার বন্যায় ভাসল বিদেশের মাটিতেও।সম্প্রতি যোগাসনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ অনুষ্ঠিত হয়েছিল ব্যাংককে। সেই প্রতিযোগিতার দুটি ইভেন্টে দুটি সোনার মেডেল জিতল ১০ বছরের আরোহী দে। ট্রাডিশনাল যোগাসন এবং আর্টিস্টিক সোলো ইভেন্ট এই দুটিতেই চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নশিপ হয়ে বাংলার আরোহী অর্জন করেছে দু-দুটি সোনার মেডেল।

মাত্র সাড়ে তিন বছর বয়সে যোগাসন শেখার জন্য পাড়ার ক্লাবে ভর্তি হয় দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা আরোহী দে। কিন্তু সেখান থেকেই একের পর এক যুদ্ধ জেতা শুরু। গত বছরই আরোহী যোগদান করে কোন্নগরে প্রখ্যাত যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের একাডেমিতে। গৌরাঙ্গ সরকার তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা উজাড় করে তৈরি করেন আরোহীকে। সঙ্গে একটু একটু করে প্রতিভার সঞ্চার করেছেন ছোট্ট এই খুদের মধ্যে। এরপর মাত্র এক বছরে গোটা বিশ্বের সামমে গুরুর সম্মান রাখল আরোহী। আজ সবার মুখে মুখে আরোহীর কথা। আরোহীকে এত কম বয়সে যোগাসনে ভর্তি করানোর ব্যাপারে তার মা সুবর্ণা দে জানান,  ‘ছোট থেকে ওর শারীরিক গঠন সুন্দর ছিল। স্থির ভাবে থাকতো না। শরীরের বিভিন্ন অঙ্গ ও মোচড় দিতে পারত। তা দেখে ওর বাবা ক্লাবের যোগাসন ক্লাসে ভর্তি করে দেয়। তারপর ভর্তি করাই গৌরাঙ্গ সরকারের কাছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =