অনশন মঞ্চ থেকে কুণাল ঘোষকে বিঁধলেন আন্দোলনরত চিকিৎসকেরা

কুণাল ঘোষকে এবার একেবারে ‘চোর’ বলে ঝাঁঝালো আক্রমণ শানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ১০ দফার দাবি নিয়ে নিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। রিলে পদ্ধতিতে চলছে সেই অনশন। দেখতে দেখতে এই অনশন দু’সপ্তাহ পারও করেছে। ইতিমধ্যেই অনেক অশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাঁদের দাবি, স্বাস্থ্য ভেঙে গেলেও তাদের মন আরও দৃঢ় হচ্ছে। এরমধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নিজেদের সংগঠনকে এনজিও হিসেবে নথিভুক্তি করিয়েছে বলে দাবি করেন কুণাল ঘোষ। একটি রিপোর্টের বরাত দিয়ে কুণাল ঘোষ দাবি করেন, ১৬ অক্টোবর পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। এই তথ্য সামনে আসতেই পাল্টা কুণাল ঘোষকে ‘চোর’ বলে কটাক্ষ করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে এও জানান, জুনিয়র ডাক্তারেরা তাঁদের দাবিপূরণেই অগ্রাধিকার দিচ্ছেন। চিকিৎসকদের আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে দাবিপূরণ না হলে মঙ্গলবার সরকারি-বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। সেই ধর্মঘট পালন করবেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =