২৫ অক্টোবরের মধ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে

১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। গত মঙ্গলবার রাজ‍্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনের প্রায় ১৫ দিন আগেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, বিধানসভা উপনির্বাচনের প্রায় ১৫ দিন আগেই রাজ্য কেন্দ্রীয় বাহিনী। ছয় কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের জন্য প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী। ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। আর তা আসছে আগামী ২৫ অক্টোবরের মধ‍্যেই। প্রথম পর্যায়ে এই বাহিনী রাজ্যে এলেও হয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে মাথায় রেখে আরও বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬ টি কেন্দ্রের মধ‍্যে ৫ টিতেই জিতেছিল তৃণমূল। হাড়োয়া, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই- এই ছয়টি কেন্দ্রে ফের হতে চলেছে উপ নির্বাচন। কেবলমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট ছাড়া বাকি সবকটিই গত বিধানসভা নির্বাচনে ছিল তৃণমূলের দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − one =