সিভিকদের প্রশিক্ষণ দিতে চলেছে লালবাজার

এবার থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে প্রশিক্ষণ। একুশ দিনের ননরেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ।লালবাজার সূত্রে খবর, প্রথম দফায় আগামী ৪নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির।প্রথম দফায় ১৬০জন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে।২৮ অক্টোবরের মধ্যে এই প্রথম দফার নামের তালিকা জমা করতে হবে বলে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে লালবাজার সূত্রে।এরপর ধাপেধাপে সকলেরই প্রশিক্ষণ হবে।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের আবহে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। আরজি কর কাণ্ডে এখনও যাঁকে মূল দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে এক সিভিক-ই। এরপরও গোটা রাজ্য থেকে একাধিকবার সিভিক ভলান্টিয়াদের বিরুদ্ধে উঠছে গুচ্ছগুচ্ছ অভিযোগ। এমনকী, সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে হাসপাতাল ও স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা চলবে না। ফলত, বারংবার সিভিক ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় এবার তাঁদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নিল প্রশাসন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =