বিজয়া সম্মিলনীর হাত ধরে রাজনৈতিক ময়দানে ফিরছেন অভিষেক

বিজয়া সম্মিলনীর হাত ধরে আবার রাজনৈতিক ময়দানে অভিষেক। তবে বঙ্গ রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন আগামী ১৩ নভেম্বরের উপভোটে কি প্রচারে সক্রিয় ভাবে পাওয়া যাবে তৃণমূল সেনাপতিকে কি না তা নিয়েই। এদিকে তৃণমূল সূত্রে  খবর, উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির দফতর। শুধু তাই নয়, জেলা সফরে গিয়েছেন খোদ বক্সি। বক্সির সঙ্গে গিয়েছেন অন্যান্য নেতারাও। তবে এরই মধ্যে  একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে অভিষেক নামবেন কি না তা নিয়ে।

প্রসঙ্গত,আগামী    নভেম্বর  ডায়মন্ড  হারবার  লোকসভা  কেন্দ্রের  আমতলা  পার্টি  অফিসে  বিজয়া  সম্মিলনীর  অনুষ্ঠানে  অংশ  নেওয়ার  কথা  তৃণমূল  সাংসদের।যেখানে উপস্থিত থাকবেন পার্টি নেতৃত্ব ও জন প্রতিনিধিরা। সেখান  থেকেই নির্বাচন নিয়ে আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।কারণ, বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্বকাঁধেতুলেনিয়েছিলেন তিনি। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন। সামনেই উপভোট। তার আগে সমস্ত দায়িত্ব নিয়ে প্রচারে সুব্রত। এই সবের মধ্যেই অভিষেকেরকামব্যাকনিতান্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nineteen =