নভেম্বরের শেষে বঙ্গে আসবে শীত, জানাল আলিপুর আবহাওয়া দফতর

নভেম্বর পড়েছে। তবে ঠাণ্ডার লেশ মাত্র নেই। কবে পড়বে শীত তা নিয়েই চলছে জল্পনা। তবে এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। সূত্র বলছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ুর উপকূলে কেমোরিন এলাকায় নভেম্বর ১ থেকে ৭র মধ্যে শুরু হবে এই সাইক্লোনিক সার্কুলেশন। এরপর তা ধীরে ধীরে পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে তামিলনাড়ুর দিকে চলে যাবে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে বিশেষ পড়বে না। আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক ওয়েদার থাকবে। শুধুমাত্র কয়েকটি জেলার এক থেকে দুজায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে শীতের তেমন কোনও সম্ভাবনানেই।অপরদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, কালিম্পং,মালদহে দুএকজায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।সম্প্রতি দানার ঝাপটা কাটিয়ে উঠেছে বাংলা।দানার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।সেই বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান চাষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =