খাস কলকাতায় রমরমিয়ে চলছে বেআইনি পার্কিংয়ের কারবার। এমন ছবি সামনে এসেছে ৮১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ আলিপুর মার্কেটের সামনে। যেখানে রাস্তার দুপাশ জুড়ে চলছে বেআইনি পার্কিং।
এদিকে আবার জনবহুল এলাকা হওয়ার দরুন রাস্তার দুপাশে গাড়ি রাখার ফলে যানবাহন চলাচলে হচ্ছে সমস্যা।ব্যবহার করা হচ্ছে না ই–পশ মেশিনের, দেওয়া হচ্ছে কাঁচা বিল।পার্কিং কর্মীর কাছে নেই নির্দিষ্ট কোন পরিচয় পত্র।মাসিক তোলা হচ্ছে ৪০০ থেকে ১২০০ টাকা তার বিনিময় দেওয়া হচ্ছে না কোন পাকা বিল।এই প্রসঙ্গে ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের দাবি, ‘আমি নিজেও বহুবার এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েছি। একাধিকবার আমি জানিয়েছি কলকাতা কর্পোরেশনে যাতে এই রাস্তাগুলো থেকে পার্কিং তুলে দেওয়া হয়। নিউ আলিপুর থানার ওসির সঙ্গেও আমি কথা বলেছি।’
এর পাশাপাশি কাউন্সিলর জুঁই বিশ্বাস এও বলেন, ‘সাধারণ মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়। আমি একাধিকবার গাড়ি নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েছি।’