বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ 

সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে করা মন্তব্যের জেরে বিতর্কের মুখে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ভোট প্রচারে গিয়ে লোকসভা ভোটের বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই অভিযোগও দায়ের হয়েছে। এবার সেই মন্তব্য নিয়ে নিজের অবস্থান শুক্রবার স্পষ্ট করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন তিনি। বক্তব্যের মাঝেহেরো মালকথাটি বলায় বিতর্ক তুঙ্গে ওঠে। মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। অভিযোগ জানানো হয়, জাতীয় মহিলা কমিশনেও। এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন। আর এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন, তিনি মাল কথাটি বিজেপিকে বলতে চেয়েছেন। মহিলা হিসেবে তিনি কোনও অপমান করেননি রেখা পাত্রকে।

পাশাপাশি ফিরহাদ শুক্রবার এও বলেন, ‘নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মালএই কথাগুলো বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত।পাশাপাশি তাঁরা সংযোজন, ‘আমি মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনিসবাই নারী। আমি কোনও নারীকে অসম্মান করিনি।একইসঙ্গে এও মনে করিয়ে দেন,  বাংলার মহিলাদের তিনি সম্মান করেন বলেই দুর্গা পুজো, কালী পুজো করেন।

অন্যদিকে, তৃণমূলের আর এক বিধায়ক মদন মিত্র ববি হাকিমকে সমর্থন করে বলেন, “বিজেপি তো মালই, এই কথা বলার মধ্যে কোনও দোষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =