পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষার জন্য ৩৮,২৪১ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানালেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার। একইসঙ্গে শনিবারের সিআইআই ইস্টার্ন রিজিয়ন আয়োজিত তৃতীয় এডুকেশন ইস্ট সামিট–এ তিনি এও জানান, শিক্ষা ক্ষেত্রে সামাজিক ব্যয়ের উল্লেখযোগ্য তহবিল পরিচালনা করে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ একটি বেঞ্চমার্ক স্থাপন করেছে।
এদিনের অনুষ্ঠানে এনসিইআরটি–র পরখ–এর সিইও ও প্রধান অধ্যাপক ডঃ ইন্দ্রাণী ভাদুড়ি জানান, ‘এনইপি ২০২০ একটি ভবিষ্যৎমুখী ও প্রগতিশীল নীতি এবং ভারতে ২৫ বছরের কম বয়সী প্রায় ৪৩ কোটি যুবক–যুবতীকে তাদের ভবিষ্যতের জন্য শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে। ‘পরখ’-এর কথা তুলে ধরে তিনি বলেন, মাধ্যমিক স্তরে সারা দেশ জুড়ে যে বিভিন্ন মানদণ্ডে পরীক্ষার্থীদের সাফল্য বিচার করা হয় তার অবলুপ্তি ঘটিয়ে তা নিয়ে আসতে হবে এনসিআরএফ অর্থাত্ ন্যাশানাল ক্রেডিট ফ্রেমওয়ার্কে। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক (এনসিআরএফ) হল একটি নীতিগত সংস্কার যার লক্ষ্য হল শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষাকে একীভূত করা এবং শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করা।