আরজি কর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির আদেশ হলে লড়বেন বিকাশ, কটাক্ষ কুণালের

তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশকে প্রায় প্রথম থেকেই কটাক্ষ করে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই আন্দোলনকে বাম এবং অতিবামেরা পরিচালিত করেছে রাজনৈতিক উদ্দেশ্যে বলেও বারবার অভিযোগ করেছেন তিনি। এরপর এবার কুণালের নয়া সংযোজন, তিলোত্তমার ঘটনায় যদি অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের ফাঁসির সাজা হয়, তাঁর হয়ে যদি আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য লড়েন তাহলেও তিনি অবাক হবেন না।

শনিবার সাংবাদিক বৈঠক করছিলেন তৃণমূল নেতা। সেই সময় ফের তিনি অভিযোগ করেন বাম এবং অতিবামেরা এই আন্দোলনকে চালিত করেছে নিজের নিজের আখের গোছাতে। তাঁরা পুলিশের তদন্ত মানছে না। সিবিআই তদন্ত মানছে না। আদালতের রায়কেও অস্বীকার করছেন তাঁরা। এরই রেশ ধরে কুণাল ঘোষ এও বলেন, ‘আমরাও তো চাই দোষীর শাস্তি হোক। এই বামপন্থীরা ফাঁসির বিরোধিতা করতে শুরু করেছে। এদের মুখোশ খুলে যাবে। যাঁরা আজ মিছিল করছে, জনতার চার্জশিট দিচ্ছে, এই বাম আর অতিবাম এদের থেকেই আওয়াজ উঠবে মৃত্যুদণ্ড চাই না। এই সিভিকের যদি ফাঁসির সাজা আদালতে হয় তাঁর বিরুদ্ধে উচ্চআদালতে যদি সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে লড়তে দেখা যায় আমি একটুও অবাক হব না।প্রসঙ্গত, শনিবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামে নাগরিক সমাজ। সেখান থেকেজনতার চার্জশিটপেশকরাহয়।সেখানে অভিযুক্ত সিভিককে একা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত মানতে নারাজ তারা। এই বিষয়টিকেই কটাক্ষ করেন তৃণমূলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =