তদন্ত কমিটির মুখোমুখি তন্ময়, কথা বলা হবে মহিলা সাংবাদিকের সঙ্গেও

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গড়েছে সিপিএম৷ এবার সেই তদন্ত কমিটিরই মুখোমুখি হন দলের প্রাক্তন বিধায়ক তন্ময়।ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি তৈরি করেছে সিপিএম। কমিটির নেতৃত্বে রয়েছেন অঞ্জু কর। রয়েছেন আরও দুই সদস্য। নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে এবং নানুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক শ্যামলী প্রধান। এদিন তাঁদের ডাকেই দুপুর ১২টা ২৬ মিনিট নাগাদ আলিমুদ্দিনে যান তন্ময় ভট্টাচার্য। ঢোকার মুখে শুধু বললেন, ‘পার্টি ডেকেছে তাই এসেছি সঙ্গে এও জানান আলাদা করে তাঁর কোনও অভিযোগ নেই।

এদিন আলিমুদ্দিনে ঢোকার মুখে দেখা গেল তাঁর বুকে তিলোত্তমার ব্যাজ। প্রায় দেড় ঘণ্টা তাঁকে নানা প্রশ্ন করেন তদন্ত কমিটির তিন সদস্য। ২৭ অক্টোবর কী ঘটনা ঘটেছিল, তা নিয়ে তন্ময়ের কী বক্তব্য সবটা তাঁর কাছে জানতে চাওয়া হয় বলে খবর।জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তা তিনি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা করা হয়েছে বলে এদিনও দাবি করেন প্রাক্তন এই বিধায়ক।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় ভট্টাচার্য তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। থানায় অভিযোগও জানান তিনি৷ গুরুতর এই অভিযোগ উঠতেই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম। একইসঙ্গে অঞ্জু করের নেতৃত্বে গড়া হয় তদন্ত কমিটি। এদিকে সূত্রের খবর,  ভবিষ্যতে অভিযোগকারিণী ওই মহিলা সাংবাদিকের সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা৷ আরও একাধিক বিষয় খোঁজখবর নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য সুমিত দে। শুধু তাই নয়, প্রয়োজনে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =