বুথে চলল ছাপ্পা ভোট। কিছু ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া হয়। এরপরেই ব্যালট বাক্স সিল করে ডিসিআরসি-তে জমা দিলেন প্রিসাইডিং অফিসার। ঘটনাস্থল হুগলির আরমাবাগের বাতানলের ৭৮ নম্বর কাচগোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। কেন্দ্রীয় বাহিনী থাকলে এমনটা ঘটত না বলেই মনে করেন ওই প্রিসাইডিং অফিসার।
জানা গিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয় ওই বুথে। অভিযোগ, হঠাৎই বাইক বাহিনী এসে বুথে তাণ্ডব শুরু করে। চলে ছাপ্পা ভোট। ছিঁড়েও দেওয়া হয় কিছু ব্যালট পেপার। খবর পেয়ে বুথে পৌঁছান সেক্টর অফিসার। এরপরেই সেক্টর অফিসারের নির্দেশে ডিসিআরসি-তে ব্যালট বাক্স জমা দেন প্রিসাইডিং অফিসার।
এই ঘটনায় প্রিসাইসাডিং অফিসার এও জানান, ‘সব ঠিকঠাক চলছিল, ৯টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। ৪ জন এজেন্ট ছিল। হটাৎ কিছু মানুষ এসে ৪ জনকে মেরে বের করে দিল। আমাকে বলল, আপনাকে একটু ছাড়তে হবে। আমি বলি, পিসফুল ভোট হচ্ছে, এমন বলছেন কেন? আবার ঠিকঠাক ভোট শুরু হল। মানুষ লাইনে দাঁড়িয়ে। এরপর ১১টার সময় প্রায় ২০- ২৫ জনের বাইক বাহিনী এল। যে ব্যালট পেপারগুলো ছিল সেগুলি কিছু ছিঁড়ল, কিছু ঢোকাল, তারপর পালিয়ে গেল। এই ঘটনার পরেই সেক্টরে ফোন করে গোটা বিষয়টি জানান প্রিসাইডিং অফিসার। এরপরই সেক্টর থেকে নির্দেশ আসে গেট বন্ধ করে দেওয়ার। এরপর সেক্টর অফিসার জানান, যতটুকু যা হয়েছে চলে যান। এখানে আর ভোট হবে না।’