বেনিয়াপুকুরে গণধর্ষণের ঘটনায় পুলিশের জালে দুই

কলকাতা শহরে নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগে পুলিশের জালে দুই। নাবালিকা বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ, বেনিয়াপুকুর থানায় অভিযোগ হতেই মহম্মদ সরফরাজ নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সরফরাজের বন্ধু মহম্মদ সঈফ ওরফে গুলাবকে।

পুলিশ সূত্রে খবর, সরফরাজ তার বান্ধবীকে গত মঙ্গলবার নিয়ে যান সইফের বাড়িতে। সেখানে সইফের উপস্থিতিতে নাবালিকাকে পানীয় খাইয়ে শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ। একইসঙ্গে অভিযোগ করা হচ্ছে ওই পানীয়তে মাদক মেশানো হয়েছে বলেও জানা যাচ্ছে। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। তড়িঘড়ি দুজনকে গ্রেফতার করে পুলিশ। দুজনকেই শিয়ালদহ আদালতে পেশ করে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =