বায়ুসেনার পর এবার অভিযানে নৌসেনা, পাকিস্তানের দিকে এগোচ্ছে ২৬ জাহাজ

বায়ুসেনার পর এবার অভিযানে ভারতীয় নৌসনা। পাকিস্তানের আস্ফালনে জবাব দিতে এগোচ্ছে নৌসেনার ২৬টি জাহাজ। বৃহস্পতিবার রাতেই করাচি বন্দরে আঘাত হানতে দেখা গেছে  ভারতের নৌবাহিনীকে। আর তারই জেরে ১৯৭১র পর ফের একবার ভারতের আঘাতে জ্বলছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫এর পর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। ভারতের উপরে হামলা চালায় পাকিস্তান। তবে পাল্টা জবাব দেয় ভারতও। এস৪০০ সুদর্শন চক্র ভেদ করে পাকিস্তানি ড্রোন ঢুকতেই পারেনি। আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে সব ড্রোনমিসাইল। অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সংঘর্ষ চলছে। পাকিস্তানের ছোড়া গুলিমর্টারশেলের যোগ্য জবাব দিয়েছে ভারত।

রাতেই সমুদ্রে নামে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস বিক্রান্ত। হামলা চালায় করাচি বন্দরে। প্রসঙ্গত, শেষবার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রণতরী হামলা করেছিল এই করাচি বন্দরেই। সেই সময় এক সপ্তাহ ধরে জ্বলেছিল করাচি বন্দর।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আরব সাগরে ভারতীয় নৌসেনা নামিয়েছে পি৮১ এয়ারক্রাফ্টও। এটি অ্যান্টিসাবমেরিন এয়ারক্রাফ্ট। পাকিস্তানের সাবমেরিন হামলা চালাতে পারে, সেই হামলা ঠেকাতেই এয়ারক্রাফ্ট নামানো হয়। অন্যদিকে ২৬টি রণতরীও এগোচ্ছে পাকিস্তানের দিকে। এখন সবার প্রশ্ন একটাই, কী হতে চলেছে পাকিস্তানের ভবিষ্যত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =