বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল প্রথমবার ব্যোমকেশ বক্সির চরিত্রে দেখা যাবে দেবকে। এবার সত্যিটা সামনে এল ছবির টিজার প্রকাশ হতেই।’ ব্যোমকেশ হিসেবে দেব তো রয়েছেনই, সঙ্গে এও জানা গেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটি আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে।
তবে ছবির টিজার লঞ্চের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শকদের তরফ থেকে। কেউ কেউ প্রশংসা করলেও কেউ কেই আবার তির্যক মন্তব্য ছুড়তেও দ্বিধা বোধ করেননি। এদিকে এদিন ছবির টিজার লঞ্চের পর ফেসবুক একটি লাইভ সেশন করেন দেব। সেখানেই তিনি জানান, ব্যোমকেশ চরিত্র করতে গিয়ে দেবকে মুখোমুখি হতে হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জের। তবে এ প্রসঙ্গে দেব জানান, বক্স অফিসের জন্য এমন অনেক ছবি বা চরিত্র করেছেন ঠিকই তবে সেগুলো হয়তো তেমন চ্যালেঞ্জিং নয়। তবে তিনি ব্যক্তিগতভাবে কিন্তু একটু চ্যালেঞ্জিং চরিত্র করতে ভালোবাসেন। কারণ, তিনি বলিক্ষণ জানেন,ব্যোমকেশের মতো একটা চরিত্র করা মানে সেখানে পান থেকে চুন খসলেই তুমুল সমালোচনার মুখে পড়তে হবে তাঁকে। সঙ্গে এও বলেন, যাঁরা নেতিবাচক মন্তব্য করেন তাঁদের তিনি খুব পছন্দও করেন। এই প্রসঙ্গে দেব এও জানান, ‘যখন প্রথম ঘোষণা করা হয় যে আমি ব্যোমকেশের চরিত্র করব তখন অনেকেই বলেছিল আমায় মানাবে না। আমি নিজেও নিজেকে একই প্রশ্ন করি যে আমি পারব? নিজেকে প্রমাণ করার একটা জায়গা থেকেই যায়।’ টলিউডে ব্যোমকেশ নিয়ে একাধিক কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাও কেন এই চরিত্রে অভিনয় করতে রাজি হলেন দেব তা নিয়েও শুরু হয় গুঞ্জন। অভিনেতার কথায়, ‘এতদিন ধরে যত ব্যোমকেশ হয়েছে সব কটিই বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে, ভীষণ ভাবে প্রতিটা ব্যোমকেশ বাঙালির কাছে গ্রহণযোগ্য। তবে আমরা এই ছবিতে একটু অন্যরকম কিছু করতে চেয়েছি। চরিত্রটাকে নতুন ভাবে তুলে ধরতে চাওয়া হয়েছে এখানে এবার দর্শকদের কাছে প্রশ্ন থাকল তাঁরা বলবে আমরা কি সেটা পেরেছি? উত্তর তো আগামী ১১ অগাস্ট পাওয়া যাবে।’ উল্লেখ্য, চলতি বছরে দেবের তিনটি ছবি মুক্তি পাবে। অগাস্ট মাসে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, পুজোর ছুটিতে মুক্তি পাবে ‘বাঘাযতীন’ এবং শীতের ছুটিতে মুক্তি পাবে ‘প্রধান’।