ফের ‘বন্দে ভারত’-এ বিপত্তি। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে দাউদাউ করে হঠাৎ আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭টা ৫৮ মিনিটে সেই আগুন নেভানো হয়। এরপর কোচ খালি করে পরীক্ষা নিরীক্ষা চালানোও হয়।
এদিকে পশ্চিম রেলওয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা স্টেশনে এই ঘটনা ঘটে। ব্যাটারি বক্সে আগুন ধরে গিয়েছিল। আন্ডারগিয়ারে ছিল ব্যাটারি বক্স। সব যাত্রী নিরাপদে আছেন। ট্রেন চালুও হয়ে গিয়েছে আবার। কোচের ট্রাফিক ও পাওয়ার ব্লক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে পশ্চিম রেল সূত্রে খবর, সোমবার সকালে রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে নিজামউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বন্দে ভারত ট্রেনের সি১৪ বগির ব্যাটারিতে আগুন লেগে যায়। ট্রেনের নম্বর ২০১৭১ এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।