অমরনাথ যাত্রার মধ্যেই সেনা অপারেশনে খতম ৪ জঙ্গি

অমরনাথ যাত্রার মধ্যেই কাশ্মীরে বড়সড় সেনা অপারেশনে খতম ৪ জঙ্গি। সেনা সূত্রে খবর, সোমবার রাতে জম্মু-কাশ্মীরে পুঞ্চ জেলার সিন্ধরা এলাকায় এনকাউন্টারের নিহত হয় ৪ জঙ্গি। তার আগে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। এদিকে সেনাদের তরফ থেকে জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ত্রিনেত্র অপারেশন। নিহত জঙ্গিদের শনাক্তকরনের চেষ্টা চলছে। অনুমান করা হচ্ছে, উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের।
সেনা সূত্রে এও জানানো হয়েছে, এই অভিযানে অংশ নিয়েছিল ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী,রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নাম যৌথ বাহিনী। এর পাশাপাশি যৌথ বাহিনীর তরফ থেকে এও জানানো হয়েছে, ওই এলাকায় জঙ্গিদের একটি ডেরার হদিশও মিলেছে। যেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও। মিলেছে তিনটি গ্রেনেডও। জঙ্গিদের ডেরার পাশে অনেক জঙ্গল ছিল। সেই সব এলাকাতেও ভারতীয় সেনা এবং স্পেশাল অপারেশন গ্রুপ তল্লাশি অভিযান চালায়। অভিযানের অংশ হিসাবে পুঞ্চ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় চলাফেরা সমস্ত গাড়ি চেক করা হয়। এর আগে গত সোমবার পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। তাদের জবাব দেয় ভারতীয় সেনা। সেই অভিযানে নিহত হয় দুই জঙ্গি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =