পঞ্চায়েত ভোটে আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলতে বিজেপির মহিলা টিম পা রাখল বঙ্গে

রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলায় পঞ্চায়েত ভোট পরবর্তী অশান্তি খতিয়ে দেখে যাওয়ার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বিশেষ টিম। বিজেপি শিবির সূত্রে খবর, মঙ্গলবার বিজেপির পাঁচ মহিলা সাংসদ শুধুমাত্র ভোট অশান্তি পর্বে যে সমস্ত দলের মহিলা কর্মী সমর্থকরা শাসক দল তৃণমূলের হাতে যাঁরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ সেই সমস্ত মহিলা সদস্যদের সঙ্গে দেখা করেন। এর আগে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সম্প্রতি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গা পরিদর্শন করে। এবার মহিলা সাংসদদের নিয়ে গঠিত কমিটিও এল বঙ্গ সফরে। এই দুই কমিটিই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করবে বলে জানা গেছে।
পাশাপাশি এও জানা গেছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে দলের পাঁচ মহিলা সাংসদদের নিয়ে তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মঙ্গলবার দেগঙ্গা সহ বারুইপুরে বিজেপির দলীয় কার্যালয়ে যে সেফ হাউস তৈরি করা হয়েছে সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করেন। পাশাপাশি এদিনই বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লাগোয়া মাহেশ্বরী ভবনেও পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আক্রান্তদের সঙ্গেও সাক্ষাৎ করেন কমিটির সাংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =