চিকিৎসার কারণে আদালতে বিদেশে যাওয়ার আর্জি জানালেন অভিষেক

চিকিৎসার জন্য ৮ অগাস্ট আমেরিকা যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।আদালত সূত্রে খবর, হলফনামায় অভিষেক জানিয়েছেন, আগামী ৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টায় আমেরিকার চিকিৎসক ডেভিড এল গুইটনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তাঁকে যাতে বিমানবন্দরে কোনও বাধার সম্মুখীন না হতে হয় সেই জন্যই এই আর্জি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলা থেকে নিষ্কৃতি চেয়ে হলফনামায় আর্জি জানান অভিষেক। সূত্রে খবর, আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ নিয়ে বিদেশ যেতে চেয়েছেন তিনি। এদিন আদালতে অভিষেকের তরফ থেকে এও জানানো হয়, এ মাসের ১৫ তারিখে অভিষেক ইডিকে মেইল করে জানিয়েছিলেন, বিদেশে চিকিৎসার বিষয় রয়েছে। ৮ অগাস্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তাই তিনি বিদেশ যেতে চান। এদিকে আদালতে এদিন নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলা কোন আদালতে যাবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে সোমবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সংক্রান্ত বিষয়ে মামলার শুনানি ছিল। সেই মামলায় আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান, ৮ অগাস্ট অপারেশনের জন্য বিদেশে অভিষেকের ‘অ্যাপয়েন্টমেন্ট’ রয়েছে। এ বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য জানতে চায় আদালত। এরই প্রত্যুত্তরে ইডি-র আইনজীবী উত্তর জানানোর জন্য সময় চান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 11 =