আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে৷তার জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে চলেছে। একইসঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশের মধ্যে৷ মঙ্গলবারেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যা মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের থেকে একটু দূরে অবস্থান করছে বলে বোঝা যায়৷ এদিকে তা ওড়িশার ভিতর দিয়ে বিস্তৃত রয়েছে৷ ২৭ জুলাইয়ের পর তা ধীরে ধীরে সরতে পারে৷ এরপরে দক্ষিণবঙ্গের দিকে সরে আসবে এমনই জাননো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।
সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে শনিবারের সব জেলায় বৃষ্টিপাত হবে৷ মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি বুধবারেও এও জানানো হয়েছে, মাঝির থেকে হাল্কা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।