জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে শ্লীলতাহানির ঘটনা

জিম ট্রেনারের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন রিসেপশনিস্ট। সেখানেই তাঁকে আটকে রেখে ঘটল শ্লীলতাহানির ঘটনা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। গ্রেফতার করা হয় অভিযুক্ত জিম ট্রেনারকে।

সূত্রের খবর, নিউটাউনের একটি জিমে পার্ট টাইমে রিসেপসনিস্টের কাজ করতেন এক ছাত্রী। বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা তিনি। তাঁর অভিযোগ, গত ২৪ জুলাই রাত ১১টা নাগাদ জিমের মালিক তথা ট্রেনার সোহেল মামুন ওই ছাত্রীকে জন্মদিনের পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে পার্টিতে যান ওই ছাত্রী। এরপর  পার্টি শেষ হলে বাড়ি ফিরতে চাইলে ছাত্রীকে আটকে রাখেন সোহেল মামুন।  তাঁর সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায়। সেই সময়ই ওই রিসেপসনিস্টকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। করা হয় শ্লীলতাহানিও। এমনকী এসব কথা বাইরে বললে পরিণতি ভয়ানক হবে বলে হুমকিও দেওয়া হয়। সেই রাতে কোনওমতে বাড়ি ফেরেন ওই যুবতী। তারপরই মঙ্গলবার ভোরে সোজা দ্বারস্থ হন পুলিশের। এরপরই এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জিম ট্রেনার সোহেল মামুনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ধারায় ইচ্ছার বিরুদ্ধে কাউকে আটকে রাখা, ৩৫৪ শ্লীলতাহানি, ৫০৬ অপরাধমূলক ভয় দেখানো, ৫০৯ অশালীন অঙ্গভঙ্গি, এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। তবে সেখানে তাঁর জামিন মেলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =