আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে ভারতের জ্বালানির দামের সরাসরি সম্পর্ক রয়েছে। কারণ, জ্বালানির বিষয়ে ভারত আমদানি নির্ভর। স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকলে, তার প্রভাব দেখা যায় ভারতেও। এদিকেএদিন অবশ্য আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামে কোনও পরিবর্তন হয়নি। অপরিশোধিত তেল ব্যারেল প্রতি বিকোচ্ছে ৮০.৫৮ ডলারে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রয়েছে ৮৪.৯৯ ডলার। দেশে তেল বিক্রয়কারী সংস্থাগুলো পেট্রল, ডিজেলের যে রেট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে দেশে বেশিরভাগ শহরেই জ্বালানির দাম রয়েছে স্থির। এদিন রাজ্য স্তরে জ্বালানির দামে বদল আসেনি। সব রাজ্যে শনিবারের দামেই বিক্রি হচ্ছে পেট্রল- ডিজেল। মেট্রো শহরেও দামের কোনও পরিবর্তন হয়নি।
দেশের চার মহানগরে পেট্রল- ডিজেলের দাম-
নয়া দিল্লি: দেশের রাজধানী নয়া দিল্লিতে পেট্রলের প্রতি লিটারের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৮৯.৬২ টাকা। মেট্রো শহরের মধ্যে নয়া দিল্লিতেই জ্বালানির দাম রয়েছে সবচেয়ে কম।
কলকাতা:কলকাতাতে জ্বালানির দাম চড়া। শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯২.৭৬ টাকা।
মুম্বই: দেশের বাণিজ্য নগরীতে জ্বালানির দাম অন্যান্য মেট্রো শহরের থেকে একটু বেশি। মুম্বইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.৩১ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৪.২৭ টাকা।
চেন্নাই: দেশে দক্ষিণের শহরে জ্বালানির দাম কলকাতা আর মুম্বইয়ের থেকে কম। পেট্রল এখানে বিক্রি হচ্ছে ১০২.৬৩ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।