কল্যাণ জুয়েলার্সের শাখা উদ্বোধনে কলকাতায় ক্যাটরিনা

ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং অগ্রগণ্য জুয়েলারি কোম্পানিগুলির মধ্যে একটির নাম অবশ্যই কল্যাণ জুয়েলার্স। আসন্ন পুজোর মরসুমের আগে শনিবার এই কল্যাণ জুয়েলার্সই আরও তাদের শাখা বিস্তার করল কলকাতায়। আর এদিন গড়িয়াহাট আর ভিআইপি রোডে এই দুই শাখা উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় এলেন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যাটরিনা কাইফ। শুধু শাখা উদ্বোধনই নয়, ব্র্যান্ড কল্যাণ জুয়েলার্সের কিছু সম্মানিত গ্রাহকদের সাথে একটি এক্সক্লুসিভ মিটিং এবং একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, কল্যাণ জুয়েলার্সের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যাটরিনা কাইফ জানান, ‘আমি কল্যাণ জুয়েলার্সের সাথে  অর্ধযুগ পূর্ণ করছি। কল্যাণ জুয়েলার্সের এই পরিধি বিস্তারে অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’  একইসঙ্গে এও জানান, কল্যাণ জুয়েলার্সের মতো একটি আইকনিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারাও এক  সম্মানের বিষয়। কারণ, এই সংস্থার মূল ভিত্তি-ই হল বিশ্বাস এবং স্বচ্ছতা। ভারতের জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে এক বিশেষ ভূমিকা নিয়েছে। এরই রেশ টেনে ক্যাটরিনা এও জানান, ‘আমি বিশ্বাস করি, ব্র্যান্ডের সাফল্যের মূলে রয়েছে ‘ট্রাস্ট ইজ এভরিথিং’-এর মতো মৌলিক এক নীতি। আর সেই কারণেই  কোম্পানি তার পরিধি বিস্তারের পথে ব্র্যান্ডের প্রতি তাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন এই সংস্থার পৃষ্ঠপোষকেরা।’

নতুন শোরুম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর  শ্রী রমেশ কল্যাণরামন জানান, ‘আমাদের তিন দশকের দীর্ঘ যাত্রায় আমরা অসাধারণ মাইলফলক অর্জন করেছি। একটি সামগ্রিক ইকোসিস্টেম তৈরির মাধ্যমে গ্রাহকদের কেনাকাটার ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা সঞ্চার ঘটিয়ে এক  রেভেলিউশন এনেছি। আমরা আজ ভিআইপি রোডে এই অত্যাধুনিক শোরুমটি উদ্বোধন করেছি।  আমাদের লক্ষ্য হল ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানো এবং কল্যাণ জুয়েলার্সকে কলকাতা শহরের পৃষ্ঠপোষকদের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা।’

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এই মাসে, কল্যাণ জুয়েলার্স বিশ্বব্যাপী তার ২০০তম শোরুমের মাইলফলক চিহ্নিত করলো।  এই উপলক্ষে, কল্যাণ জুয়েলার্স তার ‘সেলিব্রেটিং ২০০ শোরুম’ ক্যাম্পেনও চালু করেছে। যেখানে পৃষ্ঠপোষকরা তাঁদের গয়না কেনার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন। যেমন, সমস্ত গহনা কেনাকাটার ক্ষেত্রে মেকিং চার্জের ওপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। শুধু তাই নয়, গ্রাহকরা কল্যাণ জুয়েলার্স থেকে প্রতিটি কেনাকাটায় একটি রাফেল কুপন পাবেন। এছাড়াও  কল্যাণ জুয়েলার্সের তরফ থেকে ২০০ জন ভাগ্যবান গ্রাহককে ২-গ্রাম সোনার কয়েন দেওয়া হবে। আর এই ভাগ্য়বান বিজয়ীদের বেছে নেওয়া হবে একটি ইলেকট্রনিক র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =