স্কুলে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ-তালিকায় সামনে এল আরও এক নয়া তথ্য। পশ্চিমবঙ্গের এক স্কুলে শিক্ষক হিসেবে রয়েছেন এক ভিনদেশি নাগরিক। এরপরই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে প্রাথমিক স্কুলে কর্মরত উৎপল মণ্ডল নামে এই বিতর্কিত শিক্ষককে আগামী ৪ জুলাই তাঁর এজলাসে হাজির করানোর নির্দেশ দেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে। পাশাপাশি এই ব্যক্তির কোর্টে হাজিরার আগেই তাঁর বেতন বন্ধের এবং স্কুলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করছেন বাংলাদেশি নাগরিক এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন গঙ্গারামপুরের বাসিন্দা বিমলচন্দ্র সরকার। মামলাকারী বিমলচন্দ্র সরকারের আইনজীবী সৌমেন দত্তর অভিযোগ, উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি ২০১২ সালে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন। এরপর এক রকম গায়ের জোরে বাবা-মা’কে নিয়ে বিমলের জমিতেই বসবাস শুরু করেন। ফরেনার্স আইনে মামলা দায়েরের পর উৎপলের বাবা অয়ন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তখনই জানা যায়, কোনও ভাবে ২০১৭-র নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন উৎপল। এরপরই বিমলচন্দ্র সরকার আরটিআই করে জানতে পারেন, উৎপল যে সব নথি দাখিল করে চাকরি পেয়েছেন, সে-সবই ভুয়ো। বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শকের দপ্তরে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। এই ঘটনার সঙ্গেও দুর্নীতি-চক্রের যোগ থাকতে পারে বলে দাবি মামলাকারীর।