দুর্গাপুজোকে ঘিরে একটা প্রশ্ন যেন ঘুরে বেড়ায় সর্বত্রই, ‘এবার পুজোয় কি পরছো?’ এবারের পুজোয় কিন্তু উত্তর হবে তানায়রা লাল পাড়। এখানে বলে রাখা ভাল, তানায়রা একটি টাটা প্রোডাক্ট। যা আপনার জন্য নিয়ে এসেছে নজর কাড়া এক কালেকশন। আর এই কালেকশনে ফুটে উঠেছে ঐতিহ্যের সমৃদ্ধ টাপেস্ট্রি, অনবদ্য কারুকাজ। সঙ্গে ভারতীয় সাংস্কৃতি তো জড়িয়ে আছেই। কারণ, পুজোয় লাল পাড় শাড়ির প্রতি থাকে একটা অমোঘ টান। যা সঙ্গে মিলে থাকে এক শ্রদ্ধা। আর এই অমোঘ টান বংলার মাটিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এককথায় একে বাংলার ঐতিহ্য বলা যেতেই পারে। আর তানায়রার এই কালেকশনে বাংলারই শাড়ি শিল্পের ঐতিহ্যে বোনা হয়েছে এই সব শাড়ি।শুধু তাই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শক্তি, স্থিতিস্থাপকতা এবং ক্ষমতায়নের স্থায়ী গুণাবলীও। এরই পাশাপাশি নির্ভুলতা এবং ভালবাসার সাথে তৈরি, পুজো কালেকশনের প্রতিটি শাড়ি ভারতের তাঁতিদের ব্যতিক্রমী দক্ষতা এবং আকর্ষণের প্রমাণ। কালেকশনটি বপন কৌশল প্রদর্শন করে, যার মধ্যে রয়েছে বিলাসবহুল বেঙ্গল সিল্ক, মুগ্ধকারি সিল্ক কটন, কটন, বোনা এবং অতিরিক্ত ওয়েফট উভয় প্রকারের মুশিদাবাদ সিল্ক এবং জটিল জামদানি।যা আজকের নারীকে এক আলাদা রূপ দেয়।
এখানে বলে রাখা শ্রেয়, ৩৪৯৯ টাকা থেকে ২১,০০০ টাকা মূল্যের পুজো কালেকশনটি নির্বাচিত তানায়রা স্টোরগুলিতে এবং অনলাইনে Taneira.com পাওয়া যাবে।